News
10-05-2017 05:10 PM
অ্যান্ড্রয়েড জগতের শীর্ষ দশে স্থান করে নিল শাওমি মি৬ ও মি৫এস!
হ্যালো মি ফ্যানস,
আপনাদের জন্য নিয়ে এলাম খুবই চমৎকার একটি খবর। বাজারে আসা শাওমি মি৬ ইতোমধ্যেই অ্যান্ড্রয়েড ফোনের শীর্ষে নিজেকে স্থির করে নিয়েছে। AnTuTu বেঞ্চমার্ক এর প্রকাশ করা সর্বশেষ স্কোর এমনটাই বলছে। গত ১৯ এপ্রিল চীনের বাজারে মুক্তি পাওয়ার পর থেকেই শাওমি মি৬ নিয়ে স্মার্টফোন বাজারে তোলপাড় চলছে। কারন এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এর সর্বশেষ ও সবচেয়ে শক্তিশালী ৮৩৫ সংস্করণের চিপসেট, ৬জিবি র্যাম, ১২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা এবং যার মূল্য বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকা। এছাড়া স্ন্যাপড্রাগন ৮২১ চিপসেটের মি৫এস কিছুটা সময় পার করে এলেও এখনো শীর্ষ দশে বিদ্যমান রয়েছে।
Admin